নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-২ (পাংশা,বালিয়াকান্দি,কালুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক (ঈগল পাখি) উপর হামলার চেষ্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় আবুল খায়ের (২৮) নামে নৌকা সমর্থিত এককর্মীকে আটক করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে গাড়ীর উপর হামলার চেষ্টা করে মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেনের ছেলে সোহেল, আবুল খায়ের সহ ১০-১২জন হামলার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :