• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

রাজবাড়ির বালিয়াকান্দিতে চিকিৎসার নামে গৃহবধুকে পুড়িয়ে হত্যার চেষ্টা : শশুর ও কবিরাজ দম্পত্তিসহ ৩ জন গ্রেপ্তার


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ন / ৪৫
রাজবাড়ির বালিয়াকান্দিতে চিকিৎসার নামে গৃহবধুকে পুড়িয়ে হত্যার চেষ্টা : শশুর ও কবিরাজ দম্পত্তিসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়িঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে তানিয়া (২৫) নামে এক গৃহবধুর চিকিৎসার নাটক সাজিয়ে চিকিৎসার নামে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। ওই গৃহবধু বালিয়াকান্দি উপজেলার বহরপুর দড়িপাড়া এলাকার প্রবাসী জহিরুল দফাদারের স্ত্রী।

এ ঘটনায় শশুর মোস্তফা (৫৫), কবিরাজ কামাল (৬০), কবিরাজের স্ত্রী ইতি (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোক্তার হোসেন বলেন, তার মেয়ে তানিয়াকে তার শশুর মানসিক ও শারিরীক ভাবে নির্যাতন করতো। মেয়ের স্বামী বিদেশ থেকে দেশে আসার পর এলাকায় জমি ক্রয় করে। তখন থেকেই মেয়ের শশুর ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। কামাল ও ইতি গ্রাম্য কবিরাজ। গত ১৪ জানুয়ারী রাত ৩টার সময় শশুরের প্ররোচনায় বহরপুর ইউনিয়নের পুরান চর গ্রামের কবিরাজ কামালের বসতবাড়ীতে মেয়েকে সকলের নিকট পাগল বানানোর জন্য জোর পূর্বক হত্যার উদ্দেশ্যে আগুন দিয়ে বাম পা পুড়িয়ে ফেলে। তখন ডাক চিৎকার করলে চোঁখের মধ্যে মরিচের গুড়া ও মুখে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় শশুর ও কবিরাজ দম্পত্তিসহ অজ্ঞাতনামা আসামী করে গত বুধবার সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত শশুর মোস্তফা, কবিরাজ ইতি বেগম ও তার স্বামী কামালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।