নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের রুহুলের বাড়ীর সামনে ঈগল প্রতিকের কর্মী সমর্থকের গাড়ীর গতিরোধ করে হামলা চালিয়েছে নৌকা প্রতিকের কর্মী সমর্থকেরা।
জানা গেছে সোমবার রাত ৯.৩৫ মিনিটের দিকে পাংশা ও কালুখালী এলাকায় ঈগল প্রতিকের নির্বাচনী প্রচারনা শেষে রাকিব সরদার,জনতার আদালত পত্রিকার কালুখালী প্রতিনিধি আশিক হাসান সিমান্ত সহ ৫/৬ জনকে মোটর সাইকেলের গতিরোধ করে মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামে রুহুলের বাড়ীর সামনে থেকে জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লার ছেলে রাসেল মোল্লা, সোহেল মোল্লা চরকুলটিয়া গ্রামের আরজু, একই গ্রামের রাসেল ও পাঁচুরিয়া গ্রামের মামুন সহ অজ্ঞাত ১০/১৫ জন। গাড়ীর গতিরোধ করে মারধর করে ও মোবাইল ফোনে ভিডিও ধারন করেছে বলে জানা গেছে।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনা স্থলে গেলে হামলাকারীরা ২ টি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ মোটর সাইকেল ২ টি জব্দ করে থানায় নিয়ে গিয়েছে।
আপনার মতামত লিখুন :