• ঢাকা
  • শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন

রাজবাড়ীর মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন / ২৮
রাজবাড়ীর মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আদম আলী, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি আবুল হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন। এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাদশা আলমগীর ও বিদ্যালয়ের সভাপতি আবুল হাসান আলী। বক্তব্য শেষে পায়রা ও মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর।

মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের স্কাউটের সদস্যরা ডিসপ্লে প্রদর্শন করে। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতা। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।