আদম আলী, রাজবাড়ীঃ নিখোঁজের ১দিন পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে পরিত্যাক্ত একটি পুকুর থেকে মোঃ মোতালেব মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
স্বজন ও পরিবার সূত্রে জানা গেছে গত বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ী থেকে বের হয় নিহত আনোয়ারা বেগম। কিন্তুু সে আর বাড়ী ফিরে আসেনি। নিখোজ আনোয়ারা বেগমকে চারিপাশে খুজাখুজি করে কোথায় পাওয়া যায় নাই। পরের দিন বৃহস্পতিবার ২৪ আগস্ট আনুমানিক ৫ টার দিকে বাড়ীর পাশে পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় মরাদেহ দেখতে বালিয়াকান্দি থানা পুলিশকে অবহিত করে।
পরে ঘটনা স্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগম মৃগী রোগে ভূগছিলেন। লাশ উদ্ধারের পরে থানা পুলিশ লাশটি সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। কোন প্রকার অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য অনুমতি প্রদান করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :