আদম আলী, রাজবাড়ীঃ বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও গাছের চারা বিতরন করা হয়।
সকালে কালুখালীর মোহনপুর এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি কালুখালী ও পাংশা শহর প্রদক্ষিণ করে। পরে কালুখালীর মোহনপুর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য নৃপেন্দ্রনাথ বিশ্বাস, হারুন অর রশীদ মানিক, বি এম এহতেশাম, কৃষক লীগ নেতা আহমদ আলী বাদশা, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ আলাউদ্দিন। পরে ৫ শতাধিক ইমাম ও শিক্ষার্থীদের মাঝে গাছের চাড়া বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :