• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

রাজবাড়ীতে ইউপি সদস্যের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৭:৫৪ পূর্বাহ্ন / ১০৫
রাজবাড়ীতে ইউপি সদস্যের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আদম আলী, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়ন পরিষদ সদস্যদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বাসী।

শনিবার সকালে উপজেলা নবাবপুরের বেরুলি বাজারে ঘন্টা ব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন বলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, মো আমিনুর রহমান বাবু, কাবিল উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম ও শাফিয়া বেগমে বিভিন্ন সময় গরীব দুঃখী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ঘুষ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তাই আমরা এই সকল দুর্নীতিবাজ ঘুষখোর মেম্বারদের শাস্তি দাবি করি।

এসময় ভুক্তভোগী রাহেল বেগম,মো মামুন,রেখা,রাহেলা বেগম সহ অনেকে অভিযোগ করে বলেন, অভিযুক্ত ইউপি সদস্যরা মাতৃকালীন,বিধবা,ভিডাব্লউবি ও বয়স্কভাতার কার্ড করে দেয়ার নামে শুধু আমাদের কাছে থেকে না আরো অনেকের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের সকলের দাবি তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
মানববন্ধনে ইউপির ৫শতাধিক জনগন অংশগ্রহন করে ।