• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

রাজধানী সবুজবাগে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২২, ১:৪২ পূর্বাহ্ন / ১৩০
রাজধানী সবুজবাগে বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

মোঃ রাসেল সরকারঃ ঈদের ছুটিতে সবুজবাগ থানার সন্নিকটে একটি বাসার বারান্দার গ্রিল গেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল এসময় বাসা থেকে নগদ ৭ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। বৃহস্পতিবার (১৪ জুলাই) ভুক্তভোগী পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি থেকে এসে বাসায় চুরির ঘটনা দেখতে পান।

ভুক্তভোগী সোহেল জানান, মা, স্ত্রী, সন্তানসহ ৯৯ নম্বর মধ্য বাসাবোর ভাড়া বাসায় থাকি। গত ৮ জুলাই ঈদের ছুটিতে সবাই মিলে কুমিল্লার গ্রামের বাড়িতে যাই। এ সময় দরজা-জানালা বন্ধ এবং তালা মেরে যাই। তবে বৃহস্পতিবার দুপুরে এসে দেখতে পাই, বারান্দার গ্রিল কাটা। স্টিলের আলমারি ভাঙা ও ড্রয়ারগুলো খোলা-এলোমেলো।

আলমারিতে মায়ের পেনশনের পাওয়া নগদ ৭ লাখ টাকা ছিল। পাশাপাশি বাসার নিরাপত্তা চিন্তা করে স্ত্রী, বড় ভাইয়ের স্ত্রী, মা এবং ছোট বোনের মূল্যবান স্বর্ণালংকারও রেখে যায়। যার বাজার মূল্য ৭/৮ লাখ টাকা। পুরো স্বর্ণালংকার চোরের দল নিয়ে গেছে।

সবুজবাগ থানার ওসি তদন্ত শেখ আমিনুল বাশার বলেন, ভুক্তভোগী পরিবার থানায় এসে মামলা দায়ের করছে। আমরা তদন্ত করে অবশ্যই চুরি বা ঘটনার প্রকৃত কারণ কী বের করবো বলে তিনি জানান।