• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

রাজধানী রামপুরায় মোল্লা টাওয়ারে আগুন


প্রকাশের সময় : মে ৮, ২০২২, ১০:০৪ অপরাহ্ন / ১৪৬
রাজধানী রামপুরায় মোল্লা টাওয়ারে আগুন

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর রামপুরায় মোল্লা টাওয়ারের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।রোববার (৮ মে) সকাল সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় সার্ভিস। খিলগাঁও ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রামপুরায় মোল্লা টাওয়ারের চতুর্থ তলায় একটি স্টোররুমে আগুনের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, মার্কেটটির চতুর্থ তলা থেকে ৯তলা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছিল। চার তলায় একটি স্টোররুমে কোন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল ৭টা ১০ মিনিটে নিয়ন্ত্রণ করা হয়েছে।
তবে এই পর্যন্ত কোন হতাহত সংবাদ পাওয়া যায়নি।