মোঃ রাসেল সরকারঃ রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মো. তাহের ওরফে ফেকন নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।
সোমবার (৪ জুলাই) রাতে রমনা থানাধীন মগবাজার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের ১ নং গেটের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি পেয়ে পালানোর চেষ্টাকালে তাহেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার তাহেরের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :