
মোঃ রাসেল সরকারঃ ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডে অবস্থিত বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম।
অভিযান পরিচালনাকালে সুপ্রিম মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং ওষুধের ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ইনজেকশনসহ অন্যান্য ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একটি বেকারিতে কেকের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার অপরাধে ২০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া যাত্রাবাড়ী কাঁচাবাজারে ভোজ্যতেল সরকার কর্তৃক নির্ধারিত দরে বিক্রি করতে দেখা যায়।
আপনার মতামত লিখুন :