মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন মল্লিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। রোববার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমাবার র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। কদমতলী থানার ২০১৮ সালের মাদক মামলার পলাতক আসামি তিনি।
তিনি আরও জানান, গত ৬ নভেম্বর মাদক মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সুমন মল্লিকের যাবজ্জীবন সাজা হয়। মামলা হওয়ার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :