• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

রাজধানী যাত্রাবাড়ী সড়ক দুর্ঘটনায় ফল বিক্রেতা নিহত


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ১০:১৩ অপরাহ্ন / ৫১
রাজধানী যাত্রাবাড়ী সড়ক দুর্ঘটনায় ফল বিক্রেতা নিহত

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফল বিক্রেতা জয়নাল আবেদীন (৪৭) নিহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১২টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডে ফলের আড়তের সামনে ভ্যান চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, আশপাশের কেউ ওই যানবাহনের বিষয়ে কিছু জানাতে পারেননি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

নিহতের মেয়ে জামাই আব্দুর রহমান জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। তিনি কাজলা বউবাজার এলাকায় থাকতেন এবং ভ্যানে ফল বিক্রি করতেন। গতকাল রাতে বাসায় ফেরার সময় ডেমরা রোডে দুর্ঘটনার কবলে পড়েন বলে জানতে পেরেছি।