• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

রাজধানী যাত্রাবাড়ী থেকে ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ন / ৯৩
রাজধানী যাত্রাবাড়ী থেকে ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- কাইরুল ইসলাম ওরফে খায়রুল। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২:০০ টায় যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, কতিপয় মাদক কারবারি পিকআপ করে মাদক নিয়ে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকা দিয়ে ঢাকায় আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপসহ কাইরুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।