মোঃ রাসেল সরকারঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ ইসমাইল হোসেন ও মোছাঃ হালিমা আক্তার।
রবিবার (২৬ জুন ২০২২) রাত ১১:৩০ টায় মুগদা থানার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও ১৬ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
মুগদা থানার ওসি তদন্ত মোঃ কামরুল হোসাইন জানান, কয়েকজন মাদক কারবারি মুগদা থানার উত্তর মানিকনগর ছাঁন্দা গলি এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মুগদা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৭০ বোতল ফেন্সিডিল ও ১৬ কেজি গাঁজাসহ ইসমাইল ও হালিমাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :