এম রাসেল সরকারঃ মুগদা হাসপাতালের সামনে যাত্রীর ছদ্মবেশে মিডনাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের পরিচয়- আলামিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আলামিন বর্ণনা দেন, তিনিসহ দুজন সেই বাসে যাত্রী বেশে উঠেছিলেন। এক যুবলীগ নেতার নির্দেশক্রমে বাসে আগুন ধরিয়ে দেন তিনি।
বুধবার দুপুর পৌনে একটা দিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসে আগুন দেওয়া যুবক আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার নাম মনিরুজ্জামান।
প্রাথমিকভাবে সে পুলিশের কাছে স্বীকার করেছে যুবলীগের এক নেতার নির্দেশক্রমে যাত্রীবেশে সে বাসে উঠে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়। তার অন্য সঙ্গী ঘটনার পর পর পালিয়ে যায়। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে পালিয়ে যাওয়া মিজান নামে অন্য এক যুবককে খোঁজা হচ্ছে।
সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন। তার বাবা মনিরুজ্জামান।
বেলা ১১টার দিকে মুগদা হাসপাতালের সামনে মিডলাইন পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :