• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

রাজধানী মুগদাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ একজন গ্রেফতার


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ৫:১৪ অপরাহ্ন / ১৪১
রাজধানী মুগদাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ একজন গ্রেফতার

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত নয়ন আহমেদ ওরফে রমজান।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন বলেন, ২৫ জুন, ২০২২ (সোমবার) রাত ১১:১০ টায় মুগদা থানার অতীশ দীপংকর সড়ক দক্ষিণ মুগদাপাড়া বিশ্ব রোড ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ ১১টি মামলা রয়েছে। তার সহযোগী পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে।