মোঃ রাসেল সরকারঃ রাজধানীর মতিঝিল ও শাহাজাহানপুর এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার গুলশান বিভাগ।
বুধবার (২০ জুলাই) গোয়েন্দা শাখার গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, মঙ্গলবার (১৯ জুলাই) মতিঝিল থানার ফকিরাপুল এলাকার ইনার সার্কুলার রোডে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ আনোয়ারুল ও আলমকে গ্রেফতার করে গুলশান জোনাল টিম।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহাজাহানপুর আশরাফি আবাসিক হোটেল থেকে চার হাজার পিস ইয়াবাসহ লিমন ও কফিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন প্রাথমিকভাবে জানিয়েছেন, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব।
আপনার মতামত লিখুন :