মো: রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ স্বপন মীর ও আউয়াল হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ৪,০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বুধবার ৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুন বাড়ী বিএসটিআই চৌরাস্তা মোড়ে দুইজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কাভার্ড ভ্যানসহ অবস্থান করতেছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপন ও আউয়ালকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :