মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর ডেমরার কোনাপাড়ায় মুনিয়া (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তরুণীর স্বামী দীন মোহাম্মদকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় মুনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুনিয়ার বাবা নাসির জানান, গত দুই বছর আগে দীন মোহাম্মদের সঙ্গে মুনিয়ার বিয়ে হয়। তাদের ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। আজ সকালে আমি মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছি। পরে খবর পেলাম আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মুনিয়ার স্বামীর দাবি তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমরা তাকে পুলিশ ক্যাম্পে আটক করে রেখেছি।
আপনার মতামত লিখুন :