• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

রাজধানী গোলাপবাগ থেকে নারীসহ প্রতারক সংগঠনের দুই সদস্য গ্রেফতার


প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৩, ৯:৫০ অপরাহ্ন / ৮৬
রাজধানী গোলাপবাগ থেকে নারীসহ প্রতারক সংগঠনের দুই সদস্য গ্রেফতার

এম রাসেল সরকার, ঢাকাঃ রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে পাশে থাকা ফাউন্ডেশন নামের ভুয়া প্রতারক সংগঠনের চেয়ারম্যানসহ ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সাম্প্রতিক সময়ে এমএলএম কোম্পানির নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা ঢাকা,নারায়ণগঞ্জ, সিলেট, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলায় মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমেও বর্ণিত প্রতারণার ঘটনা প্রচারে দেশব্যাপী চাঞ্চল্য ও আলোড়ন তৈরি হয়। বেশ কয়েকজন ভুক্তভোগীও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গতকাল রোববার, ৯ এপ্রিল তারিখে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে পাশে থাকা ফাউন্ডেশন নামের ভুয়া প্রতারক সংগঠনের চেয়ারম্যান জাহিদ হাসান (২৬) ও তার অন্যতম সহযোগী সুরমা আক্তার ইশা (২০) কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার ৫০টি বাজার কার্ড, ২টি খাদ্য তালিকার কার্ড ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত প্রতারক চক্রটি মধ্যবিত্ব, নিম্ন মধ্যবিত্ব এবং গরীব লোকজনদের টার্গেট করে পাশে থাকা ফাউন্ডেশনের সদস্য করত। সংগঠনের সদস্য হলে তাদের প্রতি মাসে তিনবার ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি চিনি ৬০০ টাকা ন্যায্য মূল্যে দিবে বলে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে যেত।

পাশে থাকা ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ মানুষের সাথে এ ধরনের প্রতারণা করে আসছিল। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আনুমানিক ১১,০০০ (এগার হাজার) সদস্য সংগ্রহ করে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।