• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

রাজধানী খিলগাঁও মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২২, ৬:১০ অপরাহ্ন / ৯৪
রাজধানী খিলগাঁও মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. সুজন (২৫) নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) ভোরে রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়ার ছোট বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে জীবন যাপন করে আসছিলো। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।