মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে পাঁচতলা ভবনের দোতলায় দেওয়াল ভাঙার সময় চাপা পড়ে আব্দুল কুদ্দুস (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির সহকর্মী জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার দেওয়াল ভাঙার কাজ করছিলাম। এ সময় দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন আব্দুল কুদ্দুস। পরে তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।