• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

রাজধানী খিলগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ২


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ১১:৪৬ অপরাহ্ন / ১২১
রাজধানী খিলগাঁওয়ে ইয়াবাসহ গ্রেফতার ২

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

সোমবার (৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ। এর আগে রোববার (৩ জুলাই) গোড়ান আদর্শবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রাব্বি হাওলাদার ও আলী হোসেন ওরফে আসলাম।

গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কতিপয় মাদককারবারি খিলগাঁও থানার উত্তর গোড়ান আদর্শবাগ এলাকায় ইয়াবা বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাব্বি ও আসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।