• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

রাজধানীর হাতিরঝিল থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ 


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন / ৮১
রাজধানীর হাতিরঝিল থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ 

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর হাতিরঝিল থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রশিকুল ইসলাম , মোঃ রুবেল ও মোঃ সাদ্দাম হোসেন ওরফে সম্রাট ।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এবং তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩ খ্রি.) বিকাল ৫:৪০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হাতিরঝিল থানার মগবাজারে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীতে ২০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এস.এম হাসান সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃরা দীর্ঘদিন যাবত গোপনে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা মহানগরসহ ঢাকার আশপাশের এলাকায় বিক্রি করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।