মোঃ রাসেল সরকারঃ রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রায়েরবাজার গদিঘর এলাকার বাসায় মা ও দুই সন্তানের মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি সাইদুল হক ভূইয়া।
ওই নারী তার দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। রাত ১০টা ২২ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল রায়েরবাজার গদিঘর এলাকার ওই বাসায় গিয়ে মা ও দুই সন্তানের লাশ দেখতে পায়। কীভাবে ওই দুই সন্তানকে হত্যা করা হয়েছে এবং নিহতদের পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ওসি সাইদুল হক ভূইয়া বলেন, একটি ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুটি শিশু। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :