এম রাসেল সরকার, ঢাকাঃ রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক সবুজার মিয়া। তিনি জানান, সবুজবাগের বাসাবো মহাসড়ক সংলগ্ন একটি মসজিদের পাশে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তিকে।
এ সময় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আটটার দিকে মারা যান তিনি। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে ঘটনাটি কি ঘটেছিল।