
এম রাসেল সরকার,ঢাকাঃ সার্টিফিকেশন মার্কস (সিএম সনদ) ছাড়া পণ্য তৈরি ও মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বিক্রির দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। এর আগে সোমবার (৯ জানুয়ারি) অভিযানে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ‘বি-বাড়িয়া বেকারি’কে এক লাখ ও ‘তাসফিয়া বেকারি অ্যান্ড ফুড ফ্যাক্টরি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে সিএম সনদ ছাড়া এসব পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে প্রতিষ্ঠান দু’টিকে এ জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :