
এম রাসেল সরকারঃ পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে বিপ্লব হোসাইন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, একটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন এ তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত ব্যক্তি র্যাবকে জানায়, সে একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল সে। ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছিল।
গ্রেফতাকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মতামত লিখুন :