• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে ছুরিকাঘাতে যুবক নিহত


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন / ৭৩
রাজধানীর যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে ছুরিকাঘাতে যুবক নিহত

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে এ ঘটনা ঘটে।

নিহত ২৬ বছর বয়সীর নাম ইমরান হোসেন। এ সময় এ ঘটনায় আহত হয়েছেন ২০ বছরের শাহাদাত ও ২৫ বছরের সিদ্দিক।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ইমরানের স্ত্রী পপি আক্তার জানান, রাতে ১১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামালের আড়তে দুই গ্রুপে মারামারি হয়। ওই বাজারে লাইনম্যানের দায়িত্বে থাকা অবস্থায় কয়েকজন যুবক ইমরানদের ওপর হামলা চালায়। এতে তিনজনই ছুরিকাহত হন।

তিনি বলেন, আমি বেশ কিছুদিন ধরে শুনছি ওই বাজারটি আরেকটি গ্রুপ দখল নেয়ার চেষ্টা চালাচ্ছে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে তিন যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে ইমরান মারা যান। দুজন চিকিৎসাধীন।