মোঃ রাসেল সরকারঃ রাজধানীতে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুরে রাজধানীর মুগদায় ‘কেক সপ’ নামে একটি ফাস্টফুডের দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
সরেজমিন দেখা যায়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআইয়ের কর্মকর্তা ও বিপুল পরিমাণ পুলিশ সদস্যের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি করেন।
এ সময় মেয়াদ উত্তীর্ণ রুটি, কেক, মানবদেহের ক্ষতিকারক বিভিন্ন রং মিশ্রিত খাদ্য জব্দ করা হয়। নোংরা পরিবেশে খাবার তৈরি করার ৫০ হাজার টাকা জরিমানা এবং কর্মচারী রিপনকে ৩ মাসের দণ্ড দেন আদালত।
অভিযান শেষে বিএসটিআইয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, দোকান কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়। পাশাপাশি সিলগালা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :