• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

রাজধানীর মতিঝিল কুরিয়ার সার্ভিসে মাদক পাচার গ্রেফতার ১


প্রকাশের সময় : মে ৬, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন / ৫১
রাজধানীর মতিঝিল কুরিয়ার সার্ভিসে মাদক পাচার গ্রেফতার ১

এম রাসেল সরকারঃ রাজধানীর মতিঝিল দিলকুশা একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাদক পাচারকালে এক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সাইফুল ইসলাম (৩৯) নামের ওই মাদক কারবারির কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের চালান আনা-নেওয়ার তথ্য পাওয়া যায়। এরপর রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত সাইফুল এর আগেও একবার ফরিদপুর থেকে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান শামীম হোসেন।