• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

রাজধানীর পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি


প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন / ৩৫
রাজধানীর পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পল্লবী থানা যুবদল অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর ১২-এ পল্লবী সিরামিক্স গেটের সামনে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে অসহায়, দুস্থ ও পথচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদল এর আহ্বায়ক হাজী নুর সালাম, ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক- ইসতিয়াক আহমেদ সুজন, ২নং ওয়ার্ড যুবদল এর যুগ্ম-আহ্বায়ক যাকারিয়া বাপ্পি, ২নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ ফারুক, ৯১ নং ওয়ার্ড যুবদল নেতা মো: খায়ের, মোঃ এরশাদ তালুকদার রাসেলসহ স্থানীয় যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা বলেন, রমজান মাসের পবিত্রতা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় করেন।