নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর পল্লবী থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি)। আটককৃত ব্যক্তির নাম মো. মনির হোসেন (৩৭)।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো উত্তর মিরপুর সার্কেলের ইন্সপেক্টর মো.সাইফুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, রবিবার রাত ৮টায় পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশন থেকে আসামী মো. মনির হোসেন (৩৭) এর দেহ তল্লাশী করে তার ডান হাতে ধরা অবস্থায় একটি শপিং ব্যাগের ভিতর কাগজ দ্ধারা মোড়ানো গাঁজার পুড়িয়া ৬০ টি ওজন ৩০০ গ্রাম ও উক্ত শপিং ব্যাগের ভিতর লুজ গাঁজা ২০০ গ্রাম, সর্বমোট গাঁজা ৫০০ গ্রাম এবং আসামীর পরিহিত লুঙ্গীর বাম কোচরে একটি পলিথিন প্যাকেটের ভিতর হেরোইন এর পুড়িয়া ৬০ টি, ওজন ৬(ছয়) গ্রাম উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে, অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ৮(খ) ধারায় একটি মামলা বিচারাধীন, যা পল্লবী থানার মামলা নং ৩৬।
আপনার মতামত লিখুন :