এম রাসেল সরকারঃ রাজধানীর নিউমার্কেট এলাকার এক রেস্তোরাঁ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম নেয়ামত উল্লাহ। তিনি রাইস কিং নামের একটি রেস্তোরার মালিক। গেল বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঘটনার সূত্রাপাত শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের তৃতীয় বর্ষ পড়ুয়া তৌহিদুল ইসলামকে কেন্দ্র করে। তবে তার দাবি, ওই ব্যবসায়ী তার সাথে দুর্ব্যবহার করছিলেন এবং ক্ষমতার দাপট দেখাচ্ছিলেন। ব্যবসায়ী নেয়ামত উল্লাহ ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা বলে জানিয়েছেন।
ব্যবসায়ী নেয়ামত উল্লাহর অভিযোগ, বুধবার সন্ধ্যায় এক ছাত্র তৌহিদ আমার রেস্তোরাঁয়া খাওয়ার পর বিকাশ থেকে টাকা তুলে এনে দেবেন বললে আমি বিকাশে সেন্ড মানি করতে বলি। তিনি ওই সেন্ড মানি করে তিনি চলে যান। তবে, এর আগেও একবার ওই ছাত্র বাকি খেয়ে টাকা পরিশোধ করেনি। তার ভাষ্য, কিছুক্ষণ পর হোস্টেল থেকে একদল ছাত্র এসে আমাকে টেনে-হিঁচড়ে হোস্টেলের ভেতর নিয়ে যায় এবং আমাকে অকথ্য ভাষায় গালাগালি এবং মারধর করে। ঘটনার পর ওই ব্যবসায়ী নিউ মার্কেট থানায় মামলা দায়েরের চেষ্টা করছেন।
অভিযুক্ত শিক্ষার্থী তৌহিদুর ইসলাম জানান, ওই ব্যবসায়ী হোস্টেলের শিক্ষার্থীদের বিরুদ্ধে বাকি খাওয়ার অভিযোগ এনে খারাপ ব্যবহার করছিলেন। পরে আমি হোস্টেল থেকে কয়েকজনকে নিয়ে তার রেস্তোরায় গেলে তিনি এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি। উদ্ভুত পরিস্থিতিতে মীমাংসার জন্য তাকেসহ আমরা হোস্টেলের গেটের সামনে আসি। তিনি ক্ষমতার দাপট দেখাচ্ছিলেন।
ওই শিক্ষার্থীর ভাষ্য, এক পর্যায়ে ওই ব্যবসায়ী আমার শার্টের কলার ধরে টান দেন এবং পালাতে চেষ্টা করেন। এসময় উপস্থিত জনতা তাকে মারধর করে। পরে তাকে বাঁচাতে আমরা তাকে হোস্টেলের ভেতরে নিয়ে যায়। সেখানে হালকা হাতাহাতি হয়েছে। উল্লেখ্য, নিউ মার্কেট সংলগ্ন শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের অধীন। সেখানে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা থাকেন।