• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতা-কর্মীরা, রাস্তায় জুমার নামাজ আদায়


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ২:৫২ অপরাহ্ন / ৯৮
রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতা-কর্মীরা, রাস্তায় জুমার নামাজ আদায়

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেন তারা। নামাজের পর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করার কথা রয়েছে। তারা দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে আজ শুক্রবার রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী গণতন্ত্র মঞ্চ, জামায়াতসহ অন্যান্য ছোট-বড় রাজনৈতিক দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এ কর্মসূচি গ্রহণ করেছে। এরই মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেন তারা। নামাজের পর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করার কথা রয়েছে বিএনপির। এখন দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।

জুমার নামাজের আগে থেকেই নেতা-কর্মীরা গণমিছিলে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন। দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন তারা। আছেন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও।

জানা গেছে, গণমিছিলের মূল ট্রাকে থাকবেন বিএনপির সিনিয়র নেতারা। নেতারা সেখানে বক্তব্য দেবেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গণমিছিলে অস্থায়ী মঞ্চ ট্রাকে থাকবেন। এর সমন্বয় করবেন ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।