• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

রাজধানীর জুরাইনে বিএনপির সমাবেশে কঠোর অবস্থানে শ্যামপুর থানা পুলিশ


প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন / ২২
রাজধানীর জুরাইনে বিএনপির সমাবেশে কঠোর অবস্থানে শ্যামপুর থানা পুলিশ

রাসেল সরকার,ঢাকাঃ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণতন্ত্রপূর্ণ উদ্ধার ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জুরাইন রেলগেটে আয়োজিত কেন্দ্রীয় পদ যাত্রার সমাপনী সমাবেশ উপলক্ষে অত্র এলাকার পরিবেশ নির্বিঘ্ন রাখতে জুরাইন জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে। ঢাকা মেট্রোপলিট পুলিশের শ্যামপুর মডেল থানা পুলিশ সুষ্ঠু ভাবে সমাবেশ সম্পূর্ণ করার জন্য পূর্বে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলেন।

পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে রবিবার দুপুরে সমাবেশ চলাকালীন সময়ে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিনসহ বেশ কয়েকজন এস আই, এ এস আই, কনেস্টেবল সহ পুলিশের একটি চৌকশ টিম অত্র এলাকার জনসাধারণের জান ও মালের নিরাপত্তার লক্ষ্যে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদার স্যারের নির্দেশনা অনুযায়ী সমগ্র সমাবেশ স্থল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে শ্যামপুর মডেল থানা পুলিশ সচেষ্ট ছিল।

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তেমন কোনো আশংকাও ছিল না। সমাবেশের প্রতিটি জায়গা শ্যামপুর মডেল থানা পুলিশ মনিটরিং করেছে।