• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

রাজধানীর গোলাপবাগ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে অজ্ঞাত এক ব্যক্তি


প্রকাশের সময় : জুলাই ৪, ২০২২, ১২:০৩ পূর্বাহ্ন / ১৩৮
রাজধানীর গোলাপবাগ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে অজ্ঞাত এক ব্যক্তি

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকায় রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (৪৮) এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। রোববার (৩ জুলাই) রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মিজবাহ্ উদ্দিন জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাপবাগ ভূতের বাড়ি এলাকার রাস্তা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি। স্থানীয় কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি। আর অচেতন থাকায় তার কাছ থেকেও কোনো তথ্যও পাওয়া যায়নি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তার সঙ্গে মোবাইল ফোন কিংবা টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল মেডিসিন বিভাগে তাকে ভর্তি করা হয়েছে।