এম রাসেল সরকারঃ রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া বাগানবাড়ি এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. রুবেল মিয়া(২২) নামের এক রড মিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রুবেল বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায়। সে ওই এলাকার তাহিরুল ইসলামের ছেলে ছিল।
নিহত রুবেল মিয়ার সহকর্মী শফি আলম বলেন, মেরাদিয়ায় ১০তলা নির্মাণাধীন ভবনের ছাদে রড কাটার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রুবেল। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি।
আপনার মতামত লিখুন :