নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর ওপর অভিমান করে মিম আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় এ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসার ষষ্ঠতলার কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আত্মীয়-স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত স্বামী শামীম শিকদার বলেন, আমার স্ত্রী অতিরিক্ত জেদি ছিল। পারিবারিক বিষয়ে ঝগড়ার পর অভিমানে গলায় ফাঁস দিয়েছে সে।
আপনার মতামত লিখুন :