• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

রাজধানীর কমলাপুর হোটেলের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ন / ৯০
রাজধানীর কমলাপুর হোটেলের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানীর কমলাপুরে একটি আবাসিক হোটেল থেকে রুমের দরজা ভেঙে পিপিসা ত্রিপুরা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানান, রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে ওই যুবক কমলাপুরের হোটেল আরাফাতের ষষ্ঠ তলায় ৬০১ নম্বর রুমে ভাড়া উঠেন।

সকালে হোটেলের কর্মচারীরা রুমে তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পান না। তখন তাদের সন্দেহ হলে থানায় খবর দেন। পরে হোটেলটিতে গিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।

তিনি জানান, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। হোটেলের রেজিস্টারে তার নাম পিপিসা ত্রিপুরা লেখা হয়েছে। তবে তার বিস্তারিত ঠিকানা ও তথ্য এখনও জানা সম্ভব হয়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।