
এম রাসেল সরকারঃ রাজধানী কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় একটি অভিযানে তিন জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃতরা হলেন, কোরবান আলী (২৭), মো, আরমান (৩৫) ও মো, রাকিবুল হাসান রাব্বি (১৯) বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :