নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় আলোচিত মাদক আইস সিন্ডিকেটের প্রধান আসামি তৌফিকসহ ০৬ জনকে আইসসহ গ্রেফতার করেছে র্যাবগ।
গত বৃহস্পতিবার ১৭ জুন) বিকালে থেকে ভোর পর্যন্ত র্যাব-৩ এর আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার এলাকা অভিযান চালিয়ে মোঃ তৌফিক হোসাইন(৩৫) মোঃ জামিরুল চৌধুরী @ জুবেইন(৩৭) মোঃ আরাফাত আবেদীন @রুদ্র(৩৫) মোঃ রাকিব বাসার খান(৩০) মোঃ সাইফুল ইসলাম @ সবুজ(২৭) মোঃ খালেদ ইকবাল(৩৫) নামেরন ছয় জনকে গ্রেফতার করে এ সময় তাদের কাছ থেকে আইস, ইয়াবা, বিদেশী মদ, গাঁজা ১৩টি বিদেশী অস্ত্র,রেপলিকা অস্ত্র ইলেকট্রিক শক যন্ত্র, বিপুল পরিমান, মাদক সেবনের সরঞ্জামাদিসহ ল্যাবরেটরি (মেথ ল্যাব) সরঞ্জামাদি উদ্ধার করে বলে র্যাবের মিডিয়া উইং কমান্ডার খন্দকার আল মঈন জানান।
আপনার মতামত লিখুন :