• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন / ৬৮
রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবদুল্লাহপুরে বিআরটিসির একটি  যাত্রীবাহী দোতলা বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক ও তার সহযোগীরা আগুন নেভাতে সক্ষম হন বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি ও এর সমমনা দলগুলো টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে। গত ২৯ অক্টোবরের পর ৭ম বারের মতো বিএনপির এই কর্মসূচির ঠিক আগের দিন সন্ধ্যায় বাসে আগুন লাগার এই ঘটনা ঘটল।