মনিরুজ্জামান অপূর্ব/বেলাল দেওয়ান,ঢাকা : রাজধানীর টেকনিক্যাল এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সেলিম, তার বাড়ি চাঁদপুর। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৫.১০ মিনিটে মিরপুরের টেকনিক্যাল যাত্রী ছাউনি থেকে মোঃ সেলিমকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, গ্রেফতারকৃত সেলিম দুটি চটের বস্তা নিয়ে টেকনিক্যাল যাত্রী ছাউনিতে অপেক্ষা করছিলেন। সেলিমের কাছে থাকা একটি বস্তা থেকে ২২ কেজি ও আরেকটি বস্তা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে এই গাঁজাগুলো কুমিল্লা থেকে নিয়ে আসছিলো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :