নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৮,হাজার পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত হলেন মো. ইসমাইল (৪৫)। রোববার ২৯ মে বিকেলে র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল ( ২৮ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় একটি অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৪, লক্ষ টাকা মূল্যের ৮, হাজার) পিস ইয়াবা, ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ ১০,৩০০/- (দশ হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :