• ঢাকা
  • সোমবার, ২৯ মে ২০২৩, ১২:২৪ অপরাহ্ন

রাজধানীতে ২,শত ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২১, ৬:১৯ অপরাহ্ন / ১১৬
রাজধানীতে ২,শত ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

মোঃ দীন ইসলাম,ঢাকাঃ রাজধানীর সূত্রাপুর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ( ৯ আগস্ট ) বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার সূত্রাপুর থানার বাংলাবাজার এলাকায় একটি অভিযান চালিয়ে মোঃ হুমায়ুন কবির(৩৮) নামের একজন কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২,শত ৫০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোনসহ নগদ- ৪,শত টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ সূত্রাপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।