• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

রাজধানীতে ১৪ কেজি গাজাসহ এক নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২১, ৩:৫১ অপরাহ্ন / ২৪৮
রাজধানীতে ১৪ কেজি গাজাসহ এক নারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

মনিরুজ্জামান অপূর্ব/বেলাল দেওয়ান ,ঢাকা : রাজধানীর মালিবাগ এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত ওই নারীর নাম মোসাম্মৎ ঝিনুক। গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম জানান, গতকাল রাত ১১.৫ টায় মালিবাগের আউটার সার্কুলার রোডের হোসাফ শপিং কমপ্লেক্স এর সামনে থেকে গোপন সংবাদের ভিক্তিতে মোসাম্মৎ ঝিনুককে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, ঝিনুক অত্যন্ত সুকৌশলে এই গাঁজা ল্যাগেজে করে বিশেষ কায়দায় ব্রাহ্মণবাড়ীয়া থেকে ঢাকা নিয়ে আসছিলো বলে জানান পুলিশের এই কর্মকর্তা।গ্রেফতারকৃত ঝিনুকের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।