• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ দু’জন আটক


প্রকাশের সময় : মে ৮, ২০২২, ৬:৪৪ অপরাহ্ন / ১৬২
রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ দু’জন আটক

মোঃ রাসেল সরকারঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।আটক দুই জন হলেন রবিউল আলম (২০) ও জহির হোসেন (২৭)। রোববার (৮ মে) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মোড় এলাকায় একটি অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর শোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি।