এম রাসেল সরকার, ঢাকাঃ রাজধানীর কদমতলী, ডেমরা ও সবুজবাগ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
১১ এপ্রিল র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এবং র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর কদমতলী, ডেমরা ও সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এর মধ্যে এবিসি সুপার ওয়্যারকে নগদ তিন লক্ষ টাকা, সাহারা এন্টারপ্রাইজকে নগদ দেড় লক্ষ টাকা, পপুলার ক্যাবলসকে নগদ দেড় লক্ষ টাকা, লুকার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে নগদ এক লক্ষ টাকা, মিন্টু হোল্ডিং ইলেকট্রনিক্সকে নগদ এক লক্ষ টাকা, মেসার্স আর ক্যাবলসকে নগদ পঞ্চাশ হাজার টাকা, টেকনো ট্রেডার্সকে নগদ দেড় লক্ষ টাকা, মাস্টার শফিউল্লাহ এন্ড সন্স প্রাইভেট লিমিটেডকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও সানমিং হারবাল ফুডকে নগদ পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল এবং ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ এবং বাজারজাত করে আসছিল।
আপনার মতামত লিখুন :